শহরের চেয়ে পিছিয়ে পড়া গ্রামের বাজেট বরাদ্দে অগ্রধিকার দেয়া উচিত : ড. হোসেন জিল্লুর রহমান

- আপডেট সময় : ০৮:০৫:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১৬৩১ বার পড়া হয়েছে
প্রত্যন্ত অঞ্চলে পানি ও স্যানিটেশন খাতে বরাদ্দ বাড়ানো ও আন্তঃশহর বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন পিপিআরসি চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, শহরের চেয়ে পিছিয়ে পড়া গ্রামের বাজেট বরাদ্দে অগ্রধিকার দেয়া উচিত।
সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সংম্মেলনে এসডিজি-৬ অর্জনে ওয়াশ খাতে বরাদ্দের ব্যবধান হ্রাসের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এসময় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ওয়াশ খাতে বাজেট বৃদ্ধির পরামর্শ দেন ড. হোসেন জিল্লুর। তিনি বলেন, শহরাঞ্চলে স্বাস্থ্যবিধি এবং বর্জ্য ব্যবস্থপনার জন্য প্রয়োজনীয় বাজেট বৃদ্ধিতে বিনিয়োগ করতে হবে। এছাড়া ওয়াশ খাতে এডিপি বরাদ্দের আরও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে প্রশাসনিক সমাধান জরুরি। তবে জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ওয়াশ সমস্যা সবচেয়ে বেশি ঝুঁকির মুখেও পড়বে বলেও জানান তিনি।