শরণখোলায় নির্মাণাধীন বেড়িবাঁধের ইয়ার্ড থেকে ট্রাক চালকের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
বাগেরহাটের শরণখোলায় নির্মাণাধীন বেড়িবাঁধের ইয়ার্ড থেকে এক ট্রাক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সকালে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের চালডাঙ্গা গ্রামের নির্মানাধীণ বেড়িবাঁধের ইয়ার্ড থেকে সবুজ হোসেন মৃধা নামের এ ট্রাক চালকের মরদেহ উদ্ধার করা হয়। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত ছিল।ময়না তদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে বাগেরহাট সদর হাসপাতালে ।























