শফিক তুহিনের মামলায় সঙ্গীত শিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে অভিযোগ গঠন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
তথ্যপ্রযুক্তি আইনে গীতিকার শফিক তুহিনের করা মামলায় সঙ্গীত শিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো মামলাটির। এই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করা হয়েছে ২৩ জুন। ২০১৮ সালের ৪ জুন বিনা অনুমতিতে ৬১৭টি গান বিক্রি করেন আসিফ আকবর। এই অভিযোগে আসিফসহ অজ্ঞাতনামা কয়েকজনের নামে মামলা করা হয়। পরে আসিফ ফেইসবুক লাইভে এসে অশালীন মন্তব্য দেন এ ব্যাপারে। এই ঘটনায় ২০১৮ সালের ৪ জুন শফিক তুহিন তেজগাঁও থানায় আসিফের বিরুদ্ধে মামলা করেন। শুনানি শেষে, আইনিভাবেই সব মোকাবিলার কথা জানান আসিফ।