শপথ নিয়েছে বাগমারা উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির নেতারা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪১:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে শপথ নিয়েছে রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির নেতারা।
সকালে ভবানীগঞ্জে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে শপথ বাক্য পাঠ করান স্থানীয় এমপি ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। পরে নিউমার্কেট মিলনায়তনে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, একসময় বাগমারা সারাদেশে সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিতি পেয়েছিল। কিন্তু ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শান্তি ফিরেছে। মানুষের কর্মসংস্থান বেড়েছে। রাস্তাঘাটের উন্নয়ন হওয়ায় ফসলের ন্যায্য দাম পাচ্ছেন কৃষকরা।