শপথ নিতে এসে চট্টগ্রামেও দুই দফা হামলার শিকার আব্দুল কাদের মির্জা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
মেয়র হিসেবে শপথ নিতে এসে ফেনীর পর চট্টগ্রামেও দুই দফা হামলার শিকার হয়েছেন নোয়াখালীর বসুরহাটের পৌর মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই আব্দুল কাদের মির্জা।
দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শপথ গ্রহণের পর– বের হবার সময় তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের লাঞ্ছিত করে দুর্বৃত্তরা। পরে বিকেলে, নগরীর স্থানীয় একটি অনলাইন টিভিতে সাক্ষাতকার দিয়ে বের হবার সময় ফের হামলার শিকার হন তিনি। এসময় তার গাড়িবহরেও ইটপাটকেল ছোড়ে দুর্বৃত্তরা।