শনিবার থেকে মাঠে গড়াচ্ছে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
শনিবার থেকে মাঠে গড়াচ্ছে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। পাঁচ জাতি টুর্নামেন্ট স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ভারত, নেপাল, শ্রীলংকা এবং ভুটান।
এবারের আসরের প্রত্যেক দল একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের সেরা দুই দল খেলবে ফাইনালে। ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। সবগুলো ম্যাচই হবে বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ফুটবল ফেডারেশন। এসময় উপস্থিত ছিলেন ফিফা কাউন্সিলর মেম্বার মাহফুজা আক্তার কিরণ, দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু, কোচ গোলাম রাব্বানী ছোটনসহ দলের অধিনায়ক মারিয়া মান্ডা ও সহ-অধিনায়ক আখি খাতুন। ফেভারিট হয়ে টুর্নামেন্ট শুরু করার কথা জানান কোচ গোলাম রাব্বানী ছোটন।