লোডশেডিংয়ে বিপাকে জামালপুরের পোল্ট্রি খামারিরা
- আপডেট সময় : ০৫:৫৭:২১ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / ১৬২৬ বার পড়া হয়েছে
পোল্ট্রি খাদ্যের দাম,পরিবহন ভাড়া বৃদ্ধি আর ঘনঘন লোডশেডিংয়ের ফলে বিপাকে জামালপুরের পোল্ট্রি খামারিরা। মুরগীর বাচ্চা ছোট থেকে বড় হওয়া পর্যন্ত উৎপাদন ব্যয়ের সাথে আয়ের সামণ্জস্য না হওয়ায় ব্যবসা বন্ধ করে দিচ্ছেন অনেকেই। তবে প্রাণী সম্পদ বিভাগ বলছে, এই শিল্পের উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেয়া হবে।
জামালপুর জেলার ৭ উপজেলায় ২ হাজার ৭৬১টি পোল্ট্রি খামার রয়েছে। বর্তমানে পোল্ট্রি খাদ্য কিনতে আগের চেয়ে বস্তা প্রতি অতিরিক্ত ১ হাজার টাকা গুণতে হচ্ছে খামারিদের। সেই সাথে মুরগির ভ্যাকসিন, মালামাল পরিবহনে ভাড়া বৃদ্ধি ও টানা লোডশেডিংয়ে মুরগির বাচ্চা উৎপাদন ও ডিম সংগ্রহে অনেকটাই ক্ষতির সন্মুখিন খামারিরা। ফলে অনেকেই ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছে। শিল্প বাঁচাতে সরকারের কাছে পোল্ট্রি খাদ্য ও অন্যান্য সামগ্রীর দাম কমানোর দাবি খামারিদের।
তবে প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা বলছেন, এই শিল্পের সাথে জড়িতদের সবধরনের সহযোগিতা করা হবে।
দ্রুত পোল্ট্রি শিল্পের খাদ্যসহ অন্যান্য সামগ্রীর দাম কমাতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে–এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের।






















