লিবিয়ায় আটক ১৬০ বাংলাদেশীকে ঢাকায় ফেরত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
লিবিয়ায় আটক ১৬০ বাংলাদেশি নাগরিক ঢাকায় পৌঁছেছে। দূতাবাসের প্রচেষ্টায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা….আইওএম’র সহায়তায় লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে তাদের ফেরত পাঠানো হয়।
ভোরে বাংলাদেশিদের নিয়ে বহনকারী বিমানের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে। দূতাবাস জানায়, লিবিয়ার বোরাক এয়ারের ফ্লাইটে মেতিগা বিমানবন্দর থেকে বুধবার স্থানীয় সময় বিকেলে দেশের উদ্দেশে রওনা হয় তারা। লিবিয়ায়, বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবর্তনকারীদের বিদায় জানান। ফ্লাইটটি যথাসময়ে পরিচালনার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার জন্য লিবিয়ার অভিবাসন অধিদফতর ও মেতিগা বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সবাইকে এবং আইওএমকে ধন্যবাদ জানান।