লিটন হত্যা মামলায় কাদের খানসহ ৭ জনের মৃত্যুদন্ডের আদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
- / ১৬১৫ বার পড়া হয়েছে
গাইবান্ধা-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় সাবেক এমপি কাদের খানসহ ৭ জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। সকালে গাইবান্ধার জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন।
গত ১৯ নভেম্বর এ মামলায় যুক্তিতর্ক শেষ হয়। এই মামলার প্রধান আসামি সাবেক এমপি আব্দুল কাদের খানকে একই ঘটনায় অস্ত্র আইনের মামলার রায়ে গত ১১ জুন যাবজ্জীবন কারাদণ্ড দেন এই বিচারক। এছাড়া অস্ত্র মামলায় আলাদা এক ধারায় তাকে ১৫ বছর কারাদণ্ড দেন আদালত।রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর শফিকুল ইসলাম। তিনি জানান, রায় ঘোষণার সময় কাদের খানসহ অভিযুক্ত আটজন আসামির মধ্যে ৬ জনকে আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর দুই আসামির একজন সুবল চন্দ্র রায় কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন। আর চন্দন কুমার রায় নামে এক আসামি ভারতে পলাতক রয়েছেন




















