লালমনিরহাটের বুড়িমারীতে জুয়েল হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:৩৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
 - / ১৬৫৪ বার পড়া হয়েছে
 
লালমনিরহাটের বুড়িমারীতে জুয়েল হত্যা মামলায় আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গেলোরাতে, পাটগ্রামের বুড়িমারীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে তিন মামলায় মোট ২৪ জনকে গ্রেফতার করা হলো। এদিকে, এই ঘটনায় এখন পর্যন্ত মসজিদের খাদেমসহ ৯ আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার লালমনিরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার আসামির তিনদিনের রিমান্ড চাইলে, শুনানি শেষে বিচারক রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে, এ মামলায় পাঁচজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। অপরদিকে ৫ আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায়, তাদের যশোর কিশোর সংশোধানাগারে পাঠানো হয়েছে।
																			
																		















