লালমনিরহাটের বুড়িমারী মসজিদে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মতো কোনো ঘটনাই ঘটেনি

- আপডেট সময় : ০৬:৩৬:১০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
লালমনিরহাটের বুড়িমারী মসজিদে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো কোনো ঘটনাই ঘটেনি বলে জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি। জুয়েলকে হত্যার ঘটনাস্থল পরিদর্শন শেষে এ কথা জানান কমিশন। আগামী ৭ কার্যদিবসের মধ্যে এই তদন্ত প্রতিবেদন কমিশনে জমা দেয়া হবে।
সকালে বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদ সরেজমিন পরিদর্শনে যান জাতীয় মানবধিকার কমিশনের অভিযোগ ও তদন্ত বিভাগের পরিচালক আল মাহমুদ ফাউজুল কবিরের নেতৃত্বাধীন ৩ সদস্যের তদন্ত কমিটি। এসময় মসজিদ, ইউনিয়ন পরিষদ, পুড়িয়ে ফেলার ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয় বিভিন্ন জনের সাক্ষ্য নেয়া হয়। পরিদর্শন শেষে কমিটির প্রধান আল মাহমুদ ফাউজুল কবির বলেন, প্রাথমিক তদন্তে নিশ্চিত যে, কোরআন অবমাননার বিষয়টি ভিত্তিহীন। তর্কাতর্কি থেকে বিরোধকে কেন্দ্র করে গুজব ছড়ানো হয়। তবে নিহত জুয়েল ও তার সহযোগী কেন বুড়িমারীতে এসেছিলেন, কারা ঘটনার জন্য দায়ী এবং বিষয়টি পরিকল্পিত কিনা– সে তথ্যগুলো মাথায় রেখেই তদন্ত চলছে।