লালমনিরহাট সীমান্তে ভারত থেকে পুশ ইন, আটক ১১ জন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / ১৫২৭ বার পড়া হয়েছে
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে গেলো রাতে পুশ-ইন করেছে ভারত। পুশইনের করা চার শিশুসহ ১১ জনকে আটকের পর স্থানীয় বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির ধবলসতি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন। বিজিবি জানিয়েছে, গেলো রাত সাড়ে ১১টার দিকে তাদের আটকের পর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ভারতীয় কাঁটাতারের বেড়ার গেট খুলে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ ও ভারতীয় পুলিশ। গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে পুশইন হয়ে দেশে ঢোকার পর তারা হেঁটে পাটগ্রামের দিকে যেতে শুরু করেন। তবে স্থানীয় নতুন বাজারে পৌঁছলে বাজারের লোকজনের সন্দেহ হলে তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ করলে ভারত থেকে পাঠানো হয়েছে বলে তারা স্বীকার করেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।