লাতিন আমেরিকান বিশ্বকাপ বাছাইয়ে টানা চার ম্যাচ জিতলো ব্রাজিল

- আপডেট সময় : ০১:৫৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
লাতিন আমেরিকান বিশ্বকাপ বাছাইয়ে টানা চার ম্যাচ জিতলো ব্রাজিল। এবার বিগ ম্যাচে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়েছে সেলেসাওরা।একই ব্যবধানে পেরুর বিপক্ষে জিতেছে আর্জেন্টিনা।
এস্তাদিও ন্যাশনাল ডি লিমাতে শুরু থেকে আক্রমনাত্মক আলবিসেলেস্তেরা। প্রথমার্ধেই ২-০ গোলের লিড পায় দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১৭ মিনিটে নিকোলাস গঞ্জালেসের পর ২৮ মিনিটে আর্জেন্টিনাকে দ্বিতীয় সাফল্য এনে দেন লাউতারো মার্টিনেজ। বিরতির পরও দাপট দেখায় মেসির দল। তবে, আর গোল আদায় করতে পারেনি। ৪ ম্যাচে ৩ জয় আর ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয়স্থানে আলবিসেলেস্তেরা। আরের ম্যাচে উরুগুয়েকে হারিয়েছে ব্রাজিল। বিগ ম্যাচে ছিলেন না দুই দলের দুই সেরা তারকা লুইস সুয়ারেজ ও নেইমার। ৩৪ মিনিটে ব্রাজিলকে লিড এনে দেন মিডফিল্ডার আর্থুর। রিচার্লিসনের কল্যানে প্রথমার্ধেই লিড ডাবল করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে চলে আক্রমন আর পাল্টা আক্রমন। কিন্তু গোল আদায় করতে পারেনি কেউই।