লাতিন অঞ্চরের বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার ড্রয়ের দিনে জয় পেয়েছে ব্রাজিল

- আপডেট সময় : ০৩:৪৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
লাতিন অঞ্চরের বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার ড্রয়ের দিনে জয় পেয়েছে ব্রাজিল। প্যারাগুয়ের মাঠে গোল শূণ্য ড্র করেছে আর্জেন্টিনা। আর ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলের জয় নেইমার বিহীন ব্রাজিলের।
প্যারাগুয়ের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক আর্জেন্টিনা। তবে, ম্যাচে কর্তৃত্ব দেখালেও স্কোরশিটে নাম তুলতে পারেনি স্কালোনি শীষ্যরা। দ্বিতীয়ার্ধে কিছুটা প্রতিরোধ গড়ার চেস্টায় স্বাগতিক প্যারুগুয়ে। তবে, তারাও জালের ঠিকানা খুজে পায়নি। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠে দু’দল। এদিকে, হোম গ্রাউন্ডে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের এগার মিনিটেই রামিরেজ ম্যাথিউজের গোলে লিড নেয় ভেনেজুয়েলা। ব্রাজিল ম্যাচে ফেরে ৬০ মিনিট পর। ৭১ মিনিটে রাফিনহার অ্যাস্সিট থেকে ব্রাজিলিয়ানদের সমতায় ফেরান মার্কুউনোস। ৮৫ মিনিটে পেনাল্টি শটে গ্যাব্রিয়েল বারবোসা এগিয়ে দেন ব্রাজিলকে। ম্যাচ শেষের ইনজুরি টাইমের শেষ মুহুর্তে আবারো রাফিনহার অ্যাস্টিস্ট, স্কোরশিটে নাম তোলেন অ্যান্টোনি ম্যাথিউস। এ জয়ে পয়েন্ট টেবিলের সবার উপরে ব্রাজিল। পরে স্থানে রয়েছে আর্জেন্টিনা।