লাগাতার লকডাউন নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে রাঙামাটির অর্থনীতিতে
- আপডেট সময় : ০১:৫৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
- / ১৬৯০ বার পড়া হয়েছে
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের দেয়া লাগাতার লকডাউন নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে রাঙামাটির অর্থনীতিতে। ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন খাত এবং সংশ্লিষ্ট হোটেল মোটেলসহ স্থানীয় ব্যবসায়ীক প্রতিষ্ঠানসমূহ। আয় রোজগারের পথ বন্ধ হওয়ায় বাড়ছে খেটে খাওয়া মানুষের দূর্ভোগ। কর্মহীন মানুষের জন্য এখনো মেলেনি তেমন কোন ত্রাণ সহায়তা।
সারা দেশের ন্যায় করোনার দ্বিতীয় ধাক্কায় থমকে গেছে রাঙামাটি জেলার অর্থনৈতিক চাকা। পর্যটন খাতের উপর অনেকটা নির্ভর করে এই জেলার ব্যবসা বাণিজ্য। এ ছাড়াও যানবাহন চলাচল বন্ধ থাকায় অনেকটাই ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষ। তাদের দিন কাটছে জীবন-জীবিকার শঙ্কায়। গেল বছর লকডাউনে কর্মহীন মানুষ ত্রান সহায়তা পেলেও এবার এখনো মেলেনি দেখা।
এ পর্যটন শিল্পকে ঘিরে গড়ে উঠেছে হোটেল মোটেলসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যবসা। তবে করোনার প্রথম ধাক্কা মোকাবিলা করে ঘুরে দাঁড়াবার আগেই আবারো করোনার থাবায় মুখ থুবড়ে পড়েছে এ খাত।
রাঙামাটি জেলায় করোনা প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত সচিব বাংলাশে অর্থনৈতিক অঞ্চলের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বললেন জীবনের সাথে জীবিকার ব্যবস্থাও করতে হবে। ক্ষতিগ্রস্ত খাতে সরকার প্রনোদনা কর্মসূচি চালু রাখবেন বলেও আশা করেন তিনি।
মহামারীর এ দুঃসময়ে না কাটা পর্যন্ত ক্ষতিগ্রস্ত জনগোষ্টির পূর্নবাসনে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ পরিকল্পনা হাতে নেয়ার আহবান জানান সংশ্লিষ্টরা।


























