লর্ডস টেস্টে ইনিংস ব্যবধানে হারলো স্বাগতিক ইংল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
লর্ডস টেস্টে ইনিংস ব্যবধানে হারলো স্বাগতিক ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইংলিশদের ইনিংস ও ১২ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো সফরকারীরা।
প্রোটিয়া বোলারদের তোপের মুখে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ইংলিশ ব্যাটাররা। অলআউট হয় মাত্র ১৪৯ রানে। ১৬১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি কেউই। অলেক্স লিস ও স্টুয়ার্ড ব্রডের করা সমান ৩৫ রান ইনিংস সর্বোচ্চ। ৩ উইকেট নেন এনরিক নোকিয়া। এর আগে, প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ১৬৫ রানের জবাবে ৩২৬ রান করে ইংল্যান্ড। সারিল আরউই’র করেন সর্বোচ্চ ৭৩ রান। প্রথম ইনিংসে ৫ আ দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। বৃহস্পতিবার থেকে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দু’দল।

























