সমুদ্রে লঘুচাপ, নদী বন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
লঘুচাপের কারণে রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হচ্ছে।
গেলো ২৪ ঘণ্টায় কক্সবাজারে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৬৩ মিলিমিটার। আর রংপুর ও সন্দ্বীপে সর্বনিম্ন ৬ মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এরই মধ্যে ভারতের আসাম, মেঘালয়ে ও ত্রিপুরায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। ফলে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ-নদীর পানি এই সময়ে দ্রুত বৃদ্ধি পেতে পারে। টানা ভারী বৃষ্টি ঢল হয়ে ভাটির দিকে বুধবার থেকে নামতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। এতে দেশের সিলেট, ময়মনসিংহসহ হাওর এলাকার বেশ কয়েকটি নদীর পানি বেড়ে হঠাৎ বন্যা হতে পারে। বিশেষ করে, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার আশঙ্কা সবচেয়ে। ভোর ৪টা থেকে ২ঘন্টায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। দেশের নদীবন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।