লক্ষ্মীপুরের এমপি পাপুলের স্ত্রী ও মেয়েকে ২৮ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় লক্ষ্মীপুরের এমপি মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের স্ত্রী ও মেয়েকে ২৮ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট ।
অবকাশকালীন ছুটি থাকায় গেল ১০ ডিসেম্বরের আদেশ সংশোধন করে আজ এই আদেশ দেন বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ। গত ২৬ নভেম্বর হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন এমপি পাপুলের স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম এবং শ্যালিকা জেসমিন প্রধান। এদের মধ্যে সেলিনা ও ওয়াফার জামিন আবেদন শুনানির জন্য কার্যতালিকায় আসে। গেলো ১০ ডিসেম্বর হাইকোর্টে সশরীরে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা খারিজ করে পাপুলের স্ত্রী ও মেয়েকে বিচারিক আদালতে আত্মসমর্পণ এর নির্দেশ দেয় হাইকোর্ট।
























