লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর নামে গুচ্ছ গ্রামটিকে নতুন রুপে সাজানোর কথা জানিয়েছেন ভূমি সচিব

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর নামে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত গুচ্ছ গ্রামটিকে সম্পূর্ণ নতুন রুপে সাজানোর কথা জানিয়েছেন, ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান।
বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ ও আধুনিক মুজিব গুচ্ছগ্রাম তৈরী প্রকল্পের কাজ পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি। বঙ্গবন্ধু ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারী লক্ষ্মীপুরে রামগতির চরপোড়ায় এসে ৫৯০ একর জমির উপর গুচ্ছগ্রাম তৈরীর ঘোষণা দেন। স্থানীয়দের সহযোগীতা পেলে দ্রুত সে ঘোষনা বাস্তবায়ন সম্ভব বলেও জানান ভূমি সচিব।