লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

- আপডেট সময় : ০৫:২৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ১৫১৪ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের সদরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ভোরে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চন্দ্রগঞ্জ ও লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের আবিরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, সকালে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের আবিরনগর এলাকায় সিমেন্টবাহী একটি কাভার্ডভ্যান একটি ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে ভ্যানচালক নজরুল ইসলাম কালাম আহত হয়। তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।অন্যদিকে ভোররাতে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে অজ্ঞাত আহত এক বৃদ্ধকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান।
সাতক্ষীরায় দ্রুতগামী যাত্রীবাহী বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন ও ইজিবাইকের অন্তত ৬জন যাত্রী।
সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের দহাকুলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে।তিনি আরো জানেন ,এ ঘটনায় কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।