লক্ষ্মীপুরে ডাকাতি মামলার চার আসামী অস্ত্রসহ গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের ওয়ার্ড যুবলীগ সভাপতি মনির হোসেন খুন সহ ডাকাতি মামলার চার আসামীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে সিআইডি।
সকালে সিআইডির সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির এডিশনাল ডিআইজি হাসিব আজিজ। তিনি বলেন,প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রথমে ডাকাত দলের অন্যতম সদস্য মামুনুর রশীদ গ্রেফতার করা হয় । তার দেওয়া তথ্য অনুযায়ী ধারাবাহিক অভিযান চালিয়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকা হতে ডাকাতির সাথে সস্পৃক্ত আবুল কালাম আজাদ, ফারুক ও আইয়ুবকে গ্রেফতার করা হয়। পরে তাদের থেকে লুণ্ঠিত মোটরসাইকেল, স্বর্ণালংকার, নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গত ১৭ ডিসেম্বর লক্ষীপুর জেলা সদরে এই চাঞ্চল্যকর খুনসহ ডাকাতির ঘটনা ঘটে।