লক্ষীপুরের রায়পুরে এসএটিভির সাংবাদিকের ওপর হামলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রায়পুরে দক্ষিণ চরআবাবিল ইউনিয়নে সংবাদ সংগ্রহের সময় এসএটিভির সাংবাদিকের ওপর হামলা হয়েছে। নৌকাপ্রার্থী হাওলাদার নূরে আলম জিকুর নির্দেশে এই হামলা চালানো হয়। এ সংক্রান্ত ফাঁস হওয়া একটি ফোনালাপে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। অভিযোগ তদন্ত করে জিকুকে আটক করেছে আইন শৃখলা বাহিনী।
স্থানীয়রা জানান, দুপুরে ৯নং ওয়ার্ডে একটি কেন্দ্রে জাল ভোট দেয়া হচ্ছে। এমন সংবাদ পেয়ে এসএটিভির রিপোর্টার শুভ মাহফুজ ও ক্যামেরা পার্সন ইসমাইল হোসেন বিপ্লব ঘটনস্থলে যায়। এ সময় নুরে আলম জিকুর নির্দেশে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত হামলা চালায় এসএটিভির সংবাদ কর্মীদের ওপর। এতে আহত হয় সাংবাদিক শুভসহ ২জন। ছিনিয়ে নেয়া হয় ক্যামেরা। রাস্তায় অপেক্ষায় থাকা এসএটিভির গাড়ি ভাংচুর করে জিকুর সমর্থকরা। গোটা এলাকায় এ সময় আতংক ছড়িয়ে পড়ে।