লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম পাপুলের মদদদাতাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
- / ১৯১৪ বার পড়া হয়েছে
অর্থ ও মানবপাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম পাপুলের মদদদাতাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের একজন কুয়েতের শ্রম বিভাগের পরিচালক এবং অন্যজন রাজনীতিবিদ, যিনি গত পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।
পাবলিক প্রসিকিউটরদের বরাত দিয়ে আরবি দৈনিক আল-রাই জানায়,ওই দুজনকে ২১ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে কুয়েতের যে দুই এমপির বিরুদ্ধে পাপুলকে বেআইনি কাজে সহযোগিতা এবং অর্থ পাচারে জড়িত থাকার আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়, তাদের বিচারের মুখোমুখি করতে -সংসদীয় ইমিউনিটি প্রত্যাহার করেছে কুয়েত । সালাহ খুরশিদ ও সাদুন হাম্মাদ নামের ওই দুই এমপিকে এখন বিচারের আওতায় আনা যাবে । পাচারের শিকার পাঁচ বাংলাদেশির অভিযোগে কুয়েতি প্রসিকিউশন ১৭ দিন রিমান্ড শেষে পাপুল এখন কুয়েতের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন ।