লক্ষমাত্রার চেয়েও অধিক উৎপাদন হয়েছে জামালপুরে বোরো ধান

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩১:১১ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
জামালপুর জেলায় এবার বোরো আবাদে লক্ষমাত্রার চেয়েও অধিক উৎপাদন হয়েছে। তবে বাজারে ধানের দাম না বাড়লে ক্ষতির আশংকা কৃষকের। তবে কৃষি বিভাগ বলছে ফলন ভালো হওয়ায় ধানের দামও ভালো পাবে চাষীরা।
গেল বন্যার ক্ষতি পুশিয়ে নিতে জামালপুর জেলার ৭ উপজেলাতেই এবার বোরো ধানের আবাদে ব্যাপক ফলন হয়েছে। এ বছর বোরো আবাদ হযেছে ১লাখ ২৮ হাজার ৫’শ৯০ হেক্টর।এখন ধানের দাম মন প্রতি ৮’শ থেকে ৯’শ টাকা মন বিক্রি হচ্ছে।
সার বীজ আর শ্রম মজুরিতে কৃষকের প্রায় ১৪ টাকা খরচ হয়ে যায়। এতে করে যে খরচ হয়েছে, প্রতিমণ ধান ১৫ থেকে ১৬’শ টাকা পেলে কৃষক লাভের মুখ দেখবে।
জলবায়ু ও আবহাওয়া অনুকুল থাকায় বোরোর ধানের আবাদ ভালো হয়েছে, আর বাজার দরও ভালো বলেও জানান এ কৃষি কর্মকর্তা।
বন্যার ক্ষতি পুশিয়ে কৃষক দামের ন্যায্য মূল্য পাবে এমনটি প্রত্যাশা সকলের।