লকডাউনের তৃতীয় দিনে রাজধানীর সড়কগুলো ফাঁকা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৯:০২ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
সাত দিনের কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন আজ। সাপ্তাহিক ছুটির দিন, ফলে সকালে রাজধানী ঢাকার সড়ক গুলো ফাঁকা দেখা যায়। রাস্তায় রিকশা চলাচল রয়েছে স্বাভাবিক। কিছু ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা যায়।
কঠোর বিধিনিষেধে রাজধানীর বিভিন্ন এলাকায় বেশির ভাগ দোকান পাটই বন্ধ আছে। প্রধান সড়কের তুলনায় অলিগলিতে মানুষের চলাফেরা একটু বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত গাড়ী সংখ্যা বাড়তে থাকে। এ অবস্থায় চেকপোষ্টে জিজ্ঞাসাবাদের মুখো মুখি হতে হচ্ছে চালকদের। বিনা কারণে যারা বের হয়েছেন, তাঁদের অনেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হচ্ছেন অথবা জরিমানা দিতে হচ্ছে। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, যৌক্তিক কারণ ছাড়া বের হওয়ায় গতকাল ঢাকায় ৩২০ জনকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্ট জরিমানা করে ২০৮ জনকে।এছাড়া ৬৮ টি গাড়িকে জরিমানার আওতায় আনা হয়।