লকডাউনে কর্মহীন মানুষদের মাঝে বিভিন্ন জেলায় খাদ্যসামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৮:৩২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
চলমান লকডাউনে কর্মহীন মানুষদের মাঝে বিভিন্ন জেলায় খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিভিন্ন সংগঠন।
ঝিনাইদহে কর্মহীন ও অসহায় এক হাজার পরিবারের মাঝে দুপুরে ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন এমপি তাহজীব আলম সিদ্দিকী সমি।
নেত্রকোনায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৪শ’ জনের মাঝে ৫শ’ টাকা করে মোট ২ লক্ষ টাকা প্রদান করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ শতাধিক পরিবহন শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। সকালে স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খান এই খাদ্য সহায়তা বিতরণ করেন।
ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সার্কিট হাউস চত্ত্বরে ৩শ’ পরিবহন শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মাদারীপুরের শিবচরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন শিবচর পৌরসভার মেয়র মোহাম্মদ আওলাদ হোসেন খান।
























