লকডাউনে অনিশ্চিত বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ভবিষ্যৎ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২০:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
লকডাউনে অনিশ্চিত বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ভবিষ্যৎ। তবে, দেশে লকডাউন ঘোষণার আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।
নবম আসরের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ জানিয়েছেন, প্রজ্ঞাপন জারি হলে পরবর্তী করণীয় সম্পর্কে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ নেবে অলিম্পিক অ্যাসোসিয়েশন। এর আগ পর্যন্ত সূচি অনুযায়ী চলবে গেমসের সব ইভেন্ট। স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান আরও জানান রোববার বেশিরভাগ ইভেন্টের ফাইনাল থাকায় এর আগে গেমস বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। এক বছর পিছিয়ে ১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দেশের বৃহৎ এ ক্রীড়া প্রতিযোগিতা। চলার কথা ১০ এপ্রিল পর্যন্ত।























