লকডাউনকে কেন্দ্র করে সাধারণ মানুষ দলে দলে ছুটছেন বাড়ী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪২:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
লকডাউনকে কেন্দ্র করে সাধারণ মানুষ দলে দলে ছুটছেন বাড়ী। করোনাকে উপেক্ষা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপাল এলাকায় গনপরিবহণে উপচে পড়া ভীড় দেখা গেছে।
সকাল থেকে মহাসড়কের মহিপাল, লালপুল ও মোহম্মদ আলী বাজার এলাকায় গণপরিবহণ ধরতে ছুটছেন যাত্রীরা। পরিবহণগুলোতে গাদাগাদি করে নেয়া হচ্ছে যাত্রী। মানা হচ্ছে না কোন রকম স্বাস্থ্যবিধি। অনেকের মুখে নেই মাস্ক। আবার অনেকে পড়লেও নানা অজুহাতে থুতনীর নীচে রাখছে মাস্ক।সব টিকেট কাউন্টার যাত্রীদের ভীড়ে ঠাসা। ৬০ শতাংশ বৃদ্ধি ভাড়া নিয়েও প্রতিটি সিটে যাত্রী নিচ্ছেন বাস মালিকরা। ফলে বাড়ছে সংক্রমনের ঝুঁকি। তদারকিতে প্রশাসনের কোন নজরদারি নেই। যেমন খুশি তেমন চলছে গনপরিবহণে যাত্রী আনা-নেয়া। বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালের ৩০শয্যার আইসোলেশান ওয়ার্ডে ৩৭ জন রোগী ভর্তি রয়েছেন।























