লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
রমজান আর লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে। এজন্য সরবরাহ কম থাকাকে দায়ী করেছে বিক্রেতারা। দ্রুত দাম কমানোর দাবি জানিয়েছেন ক্রেতারা।
রোজায় প্রতিবছর নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর সাথে যোগ হয়েছে এবার লকডাউন। বাজারে মাছ-মাংশ-সবজি-মশলা সব কিছুরই দাম বেড়েছে।
বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে দাবি করে বিক্রেতারা।
নিত্যপণ্যের দাম নিম্ম ও মধ্যবিত্ত পরিবারের ক্রয় ক্ষমতায় বাইরে চলে গেছে বলে জানান, ক্রেতারা।
দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিংসহ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে সচেতন মহল।
























