লকডাউন করা বাড়িটির পাশের বাড়িতে করোনা উপসর্গে আরোও একজনের মৃত্যু

- আপডেট সময় : ০১:১০:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুরে লকডাউন করা বাড়িটির পাশের বাড়িতে করোনা উপসর্গে আরোও একজন মারা গেছেন। এমন তথ্য স্থানীয়রা জানালেও এখনো নিশ্চিত করেনি আইইডিসিআর। আর এ নিয়ে কথা বলতে রাজি হননি পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ। তবে মারা যাওয়া ব্যক্তি যে ভবনে থাকতেন, সেটিসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত করেছে পুলিশ। পাশাপাশি সিটি কর্পোরেশনের গাড়ি থেকে পুরো এলাকায় জীবানুনাশক পানি ছিটানো হয়।
রাজধানীর মিরপুর ১ নম্বরের উত্তর টোলারবাগ আবাসিক এলাকার এই বাড়িতে মৃত একজনের রক্তের নমুনা পরীক্ষার পর ভবনটিসহ আশপাশের এলাকয় লকডাউন করে দেয়া হয়। স্থানীয় আবাসিক কল্যাণ সমিতি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শনিবার রাতে আইইডিসিআরের কর্মকর্তাদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়।
সরেজমিনে টোলারবাগ এলাকায় গিয়ে দেখা যায়, আবাসিক এলাকাটির জরুরি প্রয়োজনের কিছু দোকান ছাড়া আশপাশের সব দোকানপাট বন্ধ। সীমিত করা হয়েছে লোকজনের চলাচল।। তবে রোববার রাত ৯ টার পর ওই বাড়ির পাশের বাড়িতে আরো একজন মারা গেছেন। আইইডিসিআর তার নমুনাও সংগ্রহ করেছে।
পর পর দুটি মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভবন দুটি ও আশপাশের এলাকায় জীবানুনাশক পানি স্প্রে করা হয়।
টোলারবাগ আবাসিক এলাকার প্রধান ফটকের বাইরে, ডিএমপির মিরপুর বিভাগের ডিসি মোস্তাক আহমেদকে মানুষের চলাচল সীমিত রাখতে পুলিশ ও কল্যাণ সমিতির নেতাদের নির্দেশনা দিতে দেখা যায়। তবে বিষয়টি নিয়ে কিছু বলতে রাজি হননি তিনি।