র্যাবের ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে না : পরিকল্পনা মন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ ৭ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভ্রমন নিষেধাজ্ঞায়, দেশের অর্থনীতির উপর কোন প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সাভারে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে আয়োজিত দুই দিন ব্যাপী সেমিনার উদ্বাধনী করেন পরিকল্পনা মন্ত্রী। অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরও বলেন, বর্তমান সরকার উনয়ন বান্ধব সরকার। এই সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। সেমিনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়র শিক্ষকরা উপস্থিত ছিলন।