র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে রবিউল ইসলাম মিন্টু নামে একজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোড়ের বাজার সুইসগেইট এলাকায় র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে রবিউল ইসলাম মিন্টু নামে একজন নিহত হয়েছে।
র্যাব জানান, পাঁচবিবি উপজেলার মোড়ের বাজার সুইসগেইট এলাকায় মাদক পাচারের খবরে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছোড়ে। তখন রেবও পাল্টা গুলি ছুড়লে রবিউল ইসলাম মিন্টু গুরুতর আহত হয়। তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিলে সে মারা যায়। এসময় ঘটনাস্থল থেকে দুইটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুইটি ম্যাগজিন, ৮ রাউন্ড তাজা গুলি, ৫০২ বোতল ফেন্সিডিল ও ১২শ’ পিচ ইয়াবা উদ্ধার করে বলে দাবি করেছে র্যাব।