রোহিঙ্গাদের প্রত্যাবাসনে অগ্রগতি নেই : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
- / ১৬২৯ বার পড়া হয়েছে
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে অগ্রগতি নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
সচিবালয়ে রোহিঙ্গা বিষয়ক দুটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ইউএসএইডের ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর ইসোবেল কোলম্যান ও ইন্ডিপেনডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম অন মিয়ানমারের প্রধান নিকোলাস কোয়ামজিয়ানের নেতৃত্বে দুটি প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়। ডা. এনাম আরও জানান, বিশ্বে শরণার্থী রয়েছে প্রায় ৫০ লাখ। এর সঙ্গে যোগ হয়েছে ইউক্রেনের আরও প্রায় ৭০ লাখ শরণার্থী। দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে চাপ তৈরি করবেন বলে জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা।
























