রোহিঙ্গাদের জরুরি সহায়তা দিতে আজ দাতা দেশগুলোর বৈঠক
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৩:০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
 - / ১৫৯৬ বার পড়া হয়েছে
 
রোহিঙ্গাদের জরুরি মানবিক সহায়তা দিতে আজ বৈঠকে বসছে দাতা দেশগুলো। জরুরি এই সম্মেলনের আয়োজক যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
রোহিঙ্গা জনগোষ্ঠী ও কক্সবাজারের স্থানীয় অধিবাসীদের জন্য সাহায্যের গুরুত্ব তুলে ধরতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। শুধু তহবিল নয়, রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে এসব দেশকে এগিয়ে আসতে হবে ভার্চুয়াল বৈঠকে এই দাবিই তুলে ধরবে বাংলাদেশ। শুধু মানবিক সাহায্য দিলেই হবে না যেকোনও মূল্যে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে হবে বৈঠকে এমন দাবি তুলে ধরবে বাংলাদেশ। রোহিঙ্গাদের ফেরাতে দাতা দেশগুলো সহায়তা করবে- এ বিষয়ে আশাবাদী থাকতে চাইছেন বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের যে অর্থনৈতিক, পরিবেশগত এবং সামাজিক ক্ষতি হচ্ছে তা নিরুপণেরও উদ্যোগ নেয়া হচ্ছে।
																			
																		
















