রোহিঙ্গাদের ওপর নৃশংসতার দায়ে মিয়ানমারের কোর্ট মার্শালে তিন সেনা কর্মকর্তাকে দোষী সাব্যস্ত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
রাখাইনে রোহিঙ্গাদের ওপর নৃশংসতার দায়ে মিয়ানমারের কোর্ট মার্শালে তিন সেনা কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সামরিক আদালতের বিচারে তিন সেনা কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করার বিষয়টি নিশ্চিত করেছে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মিন অং লায়েংয়ের দপ্তর ।
তবে কোন তিন সেনা কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে আর শাস্তির ধরন কী, সেটা স্পষ্ট করেনি মিয়ানমার সশস্ত্র বাহিনীর প্রধানের দপ্তর। রোহিঙ্গাদের ওপর নৃশংসতার দায়ে এখন পর্যন্ত মিয়ানমারে কোনো সেনা কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়নি। সে ক্ষেত্রে কোর্ট মার্শালে তিন সেনা কর্মকর্তার শাস্তির বিষয়টি বিরল ঘটনা।