রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা
 
																
								
							
                                - আপডেট সময় : ০৮:৩৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯
- / ১৬৮০ বার পড়া হয়েছে
রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করেছে গাম্বিয়া।
অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন- “ওআইসির” পক্ষ হয়ে এই মামলা দায়ের করেছে আফ্রিকার দেশ- গাম্বিয়া। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির বিচার মন্ত্রী আবুবকর তামবাদউ। গাম্বিয়া ও মিয়ানমার দু’দেশই ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনে স্বাক্ষরকারী সদস্য। হিউম্যান রাইটস ওয়াচের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেনোসাইড কনভেনশন লঙ্ঘনের অভিযোগে এই মামলাটি হয়েছে। সংস্থার এসোসিয়েট ইন্টারন্যাশনাল জাস্টিস ডিরেক্টর পরম প্রীত সিংহ বলেন, এই মামলার মাধ্যমে মিয়ানমারের বিরুদ্ধে একটি আইনী প্রক্রিয়ার সূচনা হলো। এর আগে গাম্বিয়া রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলো। মিয়ানমারের সামরিক বাহিনীর নিপীড়ন, গণধর্ষণ, হত্যা থেকে বাঁচতে এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা।

 
																			 
																		










