রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ত্রধারী দূর্বৃত্তদের গুলিতে ১ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
কক্সবাজারে উখিয়ার পালংখালীতে শরণার্থী ক্যাম্পে ‘অস্ত্রধারী দূর্বৃত্তদের গুলিতে’ এক রোহিঙ্গা নিহত হয়েছে।
বিজিবি জানায়, সোমবার মধ্যরাতে পালংখালীর তানজিমারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ জাবেদসহ কয়েকজন স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের সময় ১২ জনের অজ্ঞাত একটি দল ক্যাম্পের ভিতর দিয়ে অন্য ক্যাম্পে যেতে চাইলে বাধা দেয় তারা। এসময় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে মোহাম্মদ জাবেদ নিহত হয় এবং দুইজন আহত হয়। নিহত মোহাম্মদ জাবেদ উখিয়ার পালংখালী ইউনিয়নের তানজিমারঘোনা রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের মোহাম্মদ ইসলামের ছেলে।