রোহিঙ্গা ক্যাম্পগুলোর নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিন্যাস করা হয়েছে: আইজিপি

- আপডেট সময় : ০৭:২২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিন্যাস করা হয়েছে বলে জানিয়েছেন, আইজিপি ড. বেনজীর আহমেদ। তিনি বলেন,‘সেখানে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আর্মড পুলিশের তিনটি ব্যাটালিয়ন নিরাপত্তার দায়িত্ব পালন করছে। এ পর্যন্ত দুই হাজার ২শ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইজিপি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে পুলিশ থাকায় ২৪ ঘণ্টা নজরদারি করা সম্ভব হচ্ছে। সেনাবাহিনীর সহায়তায় রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে কাঁটা তারের বেড়া নির্মাণের কাজ চলছে। এছাড়া ক্যাম্পের বাইরে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে পুলিশ যৌথ টহল দিচ্ছে। ভবিষ্যতে আর্মড পুলিশের ব্যাটালিয়নগুলোর সদর দফতর টেকনাফ ও উখিয়ায় নিয়ে যাওয়া হবে। সে জন্য জায়গা দেখা হচ্ছে বলেও জানান তিনি।