রোপা আমনের ফলন ভাল না হওয়ায় শংকিত কৃষক

- আপডেট সময় : ০৮:৫৭:২২ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে রোপা আমনের ফলন ভাল না হওয়ায় শংকিত হয়ে পড়েছে কৃষক। তবে, ধান এবং খড়ের বর্তমান দাম ঠিক থাকলে কিছুটা পুষিয়ে যাওয়ার আশায় আছেন তারা। দু’দফা বন্যার ক্ষতি পুষিয়ে নিতে জেলার বাইরে থেকে রোপা আমনের চারা কিনে চাষ করেছে এবার স্থানীয়রা। এখন চলছে ধান কাটা।
মানিকগঞ্জে দু’দফা বন্যায় ৩৩ হাজার পাঁচ’শ ৭৭ হেক্টর জমির ফসল তলিয়ে ১৭১ কোটি টাকার ক্ষতি হয়েছে। পানি নেমে যাওয়ার সাথে সাথে ছ’একর জমিতে কমিউনিটি বীজতলা তৈরি করে চাড়া বিতরণ করে কৃষি বিভাগ।এরপরও সংকট হলে, অন্য জেলা থেকে চারা আনে স্থানীয় কৃষক। কিন্ত, নিম্নমানের চারা হওয়ায় ফলন বিপর্যয় হয়েছে।
রোপা আমনের লক্ষমাত্রা ছিল আট হাজার আট’শ হেক্টর। কিন্তু, আবাদ হয়েছে মাত্র পাঁচ হাজার ছ’শ ২১ হেক্টর জমিতে। এখন ধান কাটা ও মারাইয়ে ব্যস্ত কৃষক। ফলন ভাল না হলেও দামে সন্তুষ্ট তারা। প্রতিমণ ধান এক হাজার থেকে এগারো’শ টাকায় বিক্রি করছে। এছাড়া, দীর্ঘদিন ধরে চলতে থাকা খড়ের সংকট কেটে যাওয়ায় স্বস্তি ফিরেছে কৃষকের মাঝে।
ধান কেবল কাটা শুরু হয়েছে। শেষ হলে ফলনের সঠিক হিসাব জানা যাবে বলে মনে করে, কৃষি বিভাগ।
তবে, ধানের ন্যায্যমূল্য নিশ্চিত হলে শেষ পর্যন্ত কৃষক লাভবান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।