রোগী মৃত্যুর অভিযোগে নিহতের স্বজনদের হাসপাতাল ভাংচুর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
নোয়াখালীতে করোনা হাসপাতালে অক্সিজেন না থাকায় রোগী মৃত্যুর অভিযোগে ভাঙচুর চালিয়েছে নিহতের স্বজনরা।
দুপুরে নোয়াখালীর ১২০ শয্যা বিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, করোনা হাসপাতালে এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে পুলিশ যাওয়ার আগে হাসপাতালে ভাঙচুরকারীরা মরদেহ নিয়ে পালিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সিভিল সার্জন ডা. মোহাম্মদ মাসুম ইফতেখার জানান, বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। তবে রোগীর মৃত্যু ক্ষেত্রে অক্সিজেনের কোন অভাব ছিল না বলে তিনি দাবি করেন।