রেলের উন্নয়নে বতর্মান সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে :রেলমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৮:১১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
রেলের উন্নয়নে বতর্মান সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন।
সকালে দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডার ইউনিয়নের পাকুড়া এলাকায় বিরল স্থলবন্দরের স্থান ও সম্ভাব্যতা যাচাই করতে এসে সুধী সমাবেশে তিনি একথা বলেন। এসময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এই বন্দরের উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। তাই এই বন্দরের বাস্তবতা এখন সময়ের ব্যাপার মাত্র। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবুসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী।




















