রেললাইনের পাশে মিলল কলেজছাত্রের লাশ
- আপডেট সময় : ০৮:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
- / ১৭২২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেললাইনের পাশ থেকে তাসজিদ হাসান অনিক নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) ঢাকা-ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়ার দুর্গানগর ইউনিয়নের বামনগ্রাম হাটখোলা এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়।
নিহত তাসজিদ হাসান অনিক ওরফে নাঈম সিরাজগঞ্জ পৌর এলাকার কালিবাড়ি মহল্লার আবদুল মমিনের ছেলে ও সদর উপজেলার বাগবাটি আবদুল্লাহ আল মাহমুদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, গত সপ্তাহে নাঈম তার চাচার বাসায় বেড়াতে যায়। মঙ্গলবার সেখান থেকে ফেরার পথে তার বাবার সঙ্গে সর্বশেষ মোবাইল ফোনে কথা বলার পর থেকে নিখোঁজ হয় নাঈম। বুধবার সকালে ঢাকা-ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর বামনগ্রাম হাটখোলা এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা।
খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের আড়াইশ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।






















