চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হলেন রেজাউল করিম চৌধুরী

- আপডেট সময় : ০৩:৫৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
পরবর্তী পাঁচ বছরের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের নগরপিতা নির্বাচিত হয়েছেন রেজাউল করিম চৌধুরী। বিএনপির ডা. শাহাদাত হোসেনকে ৩ লাখেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে এই জয় পান তিনি। এদিকে, সকালে মেয়র নির্বাচিত হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে রেজাউল করিম জানান, সব প্রতিষ্ঠানের সমন্বয়ে নগরীর উন্নয়নে কাজ করবেন তিনি।
গেলো মধ্যরাতে এম এ আজিজ স্টেডিয়ামের নিয়ন্ত্রণ কক্ষে রেজাউল করিমকে মেয়র পদে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান। প্রতিপক্ষা প্রার্থীকে ৩ লাখেরও বেশি ভোটের ব্যবধানে হারান তিনি। ৭৩৩ টি ভোটকেন্দ্রে নৌকা প্রতিকে আওয়ামীলীগের রেজাউল করিম ভোট পান ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপি’র ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট। ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ৪ লাখ ৩৬ হাজার ৫৪৩ জন। শতাংশের হিসেবে যা ২২ দশমিক ৫২ শতাংশ। কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদেও বিএনপির একজন প্রার্থীও জেতেনি। তবে কাউন্সিলর ৭ জন আর সংরক্ষিত মহিলা কাউন্সিলর একজন করে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।