রিয়াদ ও ওয়াশিংটন বিরোধ মেটাতে সৌদি সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট

- আপডেট সময় : ০৬:১৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
রিয়াদ ও ওয়াশিংটন বিরোধ মেটাতে সৌদি সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চূড়ান্ত সফর সূচি চূড়ান্ত করতে সৌদি আরব সরকারের দুটি প্রতিনিধিদল এ মাসে যুক্তরাষ্ট্র যাবে।
প্রথম প্রতিনিধি দলটি ১৫ জুন ওয়াশিংটন সফর করবে বলে আশা করা হচ্ছে। সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল-কাসাবি প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবেন। এ ছাড়া সৌদি আরবের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালেদ আল-ফালিহের নেতৃত্বে দ্বিতীয় দলটি এ মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পরিকল্পনা করেছে। সৌদি সরকারের পক্ষ থেকে পরিকল্পনাটি এখনও প্রকাশ করা হয়নি বলে কর্মকর্তারা তাঁদের নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন। কর্মকর্তারা বলেছেন, প্রতিনিধি দলে কয়েক ডজন সরকারি কর্মকর্তা ও সৌদি কোম্পানির প্রধান নির্বাহীরা অন্তর্ভুক্ত থাকবেন বলে আশা করা হচ্ছে। তাঁরা পরিবহণ, লজিস্টিকস, নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে চুক্তি নিয়ে আলোচনা করবেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত শুক্রবার প্রকাশ্যে স্বীকার করেছেন, শিগগিরই সৌদি আরবে সফরে যাবেন।