রিজার্ভ দিয়েই পায়রা সমুদ্র বন্দরের কাজ হচ্ছে : প্রধানমন্ত্রী
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৭:৩৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
 - / ১৭৩০ বার পড়া হয়েছে
 
পায়রা সমুদ্র বন্দরের মূল টার্মিনাল-১ এর উন্নয়ন কাজ ও বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল, মেইনটেনেন্স ড্রেজিংসহ আটটি জাহাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের কল্যাণে রিজার্ভ ব্যবহার করা হয়েছে। সরকার প্রধান বলেন, অনেক বাধা সত্ত্বেও দক্ষিণাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের কথা চিন্তা করে এই সমুদ্র বন্দরের কাজ শুরু করা হয়েছে। পায়রা সমুদ্র বন্দর অনেক গুরুত্বপুর্ণ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে আগামীতে আসাম, ভুটান ও নেপালের সাথে নৌ-যোগাযোগ শুরু হবে। বৈদেশিক বাণিজ্যিক জাহাজের বর্হি:নোঙর দেশের রাজস্ব খাতকে আরো সমৃদ্ধ করবে বলে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
																			
																		














