রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দীন আহমদ আর নেই
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দীন আহমদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তার পারিবার জানায়, গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎ পেটের অসুখ দেখা দিলে এমাজউদ্দীন আহমদকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বেশ বমি হচ্ছিল। পরে সকালে তিনি মৃত্যুবরণ করেন।বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। দুই ছেলে, দুই মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি । হাসপাতাল থেকে তাঁর মরদেহ রাজধানীর কাঁটাবনে তার বাসায় নেওয়া হয়েছে। বাদ আসর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাঁকে দাফন করা হবে।























