রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা মিনু ও দুলুসহ চার নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

- আপডেট সময় : ০৬:২৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা মিজানুর রহমান মিনু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ চার নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে রাজশাহী আদালত। চট্টগ্রাম বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে জেলগেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়া হয়েছে। তার বিরুদ্ধে ৩টি মামলার শুনানি হয় আজ। অন্যদিকে,পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে মহানগর বিএনপির ২০নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে খুলনায়।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ চার নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে রাজশাহীর একটি আদালত। মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোসাব্বিরুল ইসলামের করা রাষ্ট্রদ্রোহ মামলায় রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেন। আজই ছিলো তদন্ত প্রতিবেদন দেয়ার শেষ দিন।
এসময় আদালতে সিটি মেয়র এএইএম খায়রুজ্জামানি লিটন উপস্থিত ছিলেন। গত ২ মার্চ বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে বিএনপি নেতা মিনু ১৫ আগস্টকে স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেন। ১৬ মার্চ মামলা হয়।
এদিকে, পুলিশের ওপর হামলা আর নাশকতার দুই মামলায় চট্টগ্রামের ১১ বিএনপি নেতাকর্মীকে একদিন করে মোট দুইদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। দুটি মামলার রিমান্ড আবেদনের শুনানি শেষে আটক ৫ নারীকে অব্যাহতি দিয়ে এই আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ রেজা।
একই সময় এই দুই মামলাসহ দলের নেত্রী ডাক্তার লুসি খানের দায়ের করা চাঁদাবাজীর অপর মামলায় মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনকে রিমাণ্ডে চায় পুলিশ। আদালত রিমাণ্ড আবেদন না মঞ্জুর করে জেলগেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়া হয়। সোমবার কাজিরদেউরীতে বিএনপির সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আটক করা হয় ১৫ জনকে। পরে আটক হন ডা. শাহাদাতসহ আরো ১৫ জন।
এদিকে, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রামের হাটহাজারীতে মোদীবিরোধী সমাবেশে সংঘর্ষের ঘটনায় হেফাজতে ইসলামের অজ্ঞাতনামাদের হাজার নেতাকর্মীকে আসামী করে আলাদা ৬টি মামলা করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। ভূমি অফিসে ও জেলা পরিষদ ডাকবাংলোয় হামলা-ভাংচুরের ঘটনায় আলাদা দুটি মামলা করে উপজেলা প্রশাসন। এর বাইরে পুলিশের ওপর হামলা নাশকতাসহ আলাদা চারটি মামলা করেছে পুলিশ।
এছাড়া খুলনা নগরীতে পুলিশের কাজে বাধা দেয়া ও হামলার অভিযোগে নগর বিএনপির সিনিয়র সহসভাপতি সাহারুজ্জামা মোর্ত্তজাসহ অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।