রাশিয়া পুরো ইউরোপেই তাদের আগ্রাসন চালাবে : ভলোদিমির জেলেনস্কি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
- / ১৬২০ বার পড়া হয়েছে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়া পুরো ইউরোপেই তাদের আগ্রাসন চালাবে। এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইউক্রেনের সমর্থনে সপ্তাহে সপ্তাহে রাশিয়ার ওপর চাপ বাড়াবে যুক্তরাজ্য।
নিয়মিত বার্তায় স্থানীয় সময় শনিবার রাতে এ কথা বলেন জেলেনস্কি। রাশিয়ার জ্বালানি পণ্যের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহ করার জন্য পশ্চিমা রাষ্ট্রগুলোকে আহ্বান জানিয়েছেন তিনি। জেলেনস্কি উল্লেখ করেন, রাশিয়ার আগ্রাসন একটি বিপর্যয়। এর পরিণাম সবাইকে ভুগতে হবে। ইউক্রেনের রাজধানী কিয়েভে আকস্মিক সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন,‘ অংশীদারদের সঙ্গে মিলে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো হবে। জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন বরিস।














