রানা প্লাজা ট্র্যাজেডি’র ৭ বছর পূর্তি আজ
- আপডেট সময় : ০৫:৫৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
- / ১৬০৪ বার পড়া হয়েছে
রানা প্লাজা ট্র্যাজেডি’র ৭ বছর পূর্তি আজ। ২০১৩ সালের এ দিন ঘটে দেশের পোশাক শিল্পের সবচেয়ে মর্মান্তিক ঘটনা। গার্মেন্টে ভবন ধসে এদিন মারা যায় এক হাজারের বেশি পোশাক শ্রমিক। পঙ্গুত্ব বরণ করে অনেকে। তাদের অভাবের সংসারে জেকে বসেছে করোনার প্রাদূর্ভাব। এ অবস্থায় জীবন চালানোই দায় হয়ে পড়েছে।
আজ ২৪ এপ্রিল। ২০১৩ সালের ভয়াল এ দিনে ঘটে দেশের পোশাক শিল্পের সবচেয়ে মর্মান্তিক ঘটনা। গার্মেন্টে ভবন ধসে এদিন মারা যায় হাজারো পোশাক শ্রমিক। পঙ্গুত্ব হয়ে বেঁচে আছে অনেকে। রানা প্লাজা ধসের ৭বছর পরও ক্ষতিগ্রস্ত অনেক শ্রমিক এখনো ঘুরে দাঁড়াতে পারে নি। ফেরাতে পারে নি ভাগ্যের চাকা।
২৪ এপ্রিলকে শ্রমিক দিবসের দাবী জানিয়ে অভিযুক্ত গার্মেন্ট মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন পোশাক শ্রমিক সংগঠনের এ নেতা।
সট: রফিকুল ইসলাম সুজন, সভাপতি, বাংলাদেশ গার্মেন্ট এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন।
রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা খাদ্য সহায়তার জন্য এখনো কোন আবেদন করেনি বলে জানিয়েছেন স্থানীয় এ জনপ্রতিনিধি।
রানা প্লাজা ধস থমকে দিয়েছিল দেশের পোশাক শিল্পকে। সেই সাথে থমকে যায় ক্ষতিগ্রস্ত পোশাক শ্রমিকদেরও ভাগ্য। অনেকে আজো দূরাবস্থা কাটিয়ে উঠতে পারেনি। করোনা ভাইরাসের এ পরিস্থিতিতে এ অবস্থা থেকে উত্তরণে সংশ্লিস্টরা নেবেন যথাযথ পদক্ষেপ-এমনটাই প্রত্যাশা পোশাক শ্রমিকদের।























