রাত আটটায় দোকান মার্কেট বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তে লোকসান গুনছেন বগুড়ার ব্যবসায়ীরা
- আপডেট সময় : ০৫:০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
রাত আটটায় দোকান মার্কেট বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তে লোকসান গুনছেন বগুড়ার ব্যবসায়ীরা। এতে কমে গেছে বেচাকেনা। করোনাভাইরাসের ক্ষতি পুষিয়ে নিতে রাত আটটার পরও দোকান, মার্কেট, বিপনীবিতান, শপিংমল, কাঁচা বাজার খোলা রাখার সরকারি সিদ্ধান্ত চান তারা
করোনা ভাইরাস মহামারিতে টানা দুই বছর লোকসান গুনতে হয়েছে ব্যবসায়ীদের। তার ওপর ব্যাংক ঋণ, মহাজনি সুদ,কর্মচারীদের বেতন ভাতা, ট্যাক্স, ভ্যাটের চাপে ব্যবসায় সুবাতাস পায়নি। সরকারিভাবে করোনার প্রণোদনা দেয়া হলেও সব সেক্টরে ক্ষতিপূরণের টাকা পৌঁছেনি। ক্ষতি কাটাতে কেবলই জমতে শুরু করেছে ব্যবসা। এরই মধ্যে বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ে সরকারিভাবে রাত আটটায় মার্কেট বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার।
ব্যবসায়ীরা বলছেন, লোডশেডিং আর গরমের কারনে দিনে বেচা-কেনা একেবারেই নেই। রাতেই জমে বেচা-কেনা। এখন ঘুরে দাঁড়ানোতো দুরের কথা, আরো লোকসানে পড়তে হচ্ছে।
মানবিক দিক বিবেচনা করে অন্তত রাত ১০টায় পর্যন্ত দোকান খোলার আবেদন করেছে বগুড়া চেম্বার অফ কমার্স।
জনসাধারণ ও ব্যবসায়ীদের স্বার্থে কার্যকরী উদ্যোগ চান উত্তরাঞ্চলের মানুষ।




















